spot_img

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি প্রোগ্রামে আবেদন, জেনে নিন ফি

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব বিভাগ বা ইনস্টিটিউটে এবং জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্রে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমফিল বা পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য (গবেষণা বৃত্তিসহ ও গবেষণা বৃত্তি ছাড়া) নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদন ফি এক হাজার টাকা।

এমফিল প্রোগ্রামে ভর্তির যোগ্যতা—

- বিজ্ঞাপন -

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অথবা বাংলাদেশের অন্য যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী প্রার্থীরা নিচের যেকোনো একটি শর্ত পূরণ করে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিদেশি বিশ্ববিদ্যালয়ের সমমানের ডিগ্রিধারী প্রার্থীরাও এমফিল প্রোগ্রামে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদের ভর্তির আবেদনপত্রের সঙ্গে সমতা নিরূপণের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

এমফিল প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে নিজ নিজ বিভাগ বা ইনস্টিটিউটের লিখিত পরীক্ষা গ্রহণ এবং উত্তীর্ণদের ক্ষেত্রে জমা করা সিনোপসিসের ওপর একটি সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

পিএইচডি প্রোগ্রামে (পূর্ণকালীন/খণ্ডকালীন) ভর্তির যোগ্যতা—

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অথবা বাংলাদেশের অন্য যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা ভর্তি প্রোগ্রামে দেওয়া যেকোনো শর্ত পূরণ করলে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

গবেষণাকাজের ধরন অনুযায়ী খণ্ডকালীন পিএইচডি গবেষক হিসেবে অনুমতি দেওয়া হবে কি না, তা সংশ্লিষ্ট বিভাগীয় একাডেমিক কমিটি নির্ধারণ করবে।

আবেদন জমার শেষ তারিখ আগামী ২১ নভেম্বর। বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন www.cu.ac.bd এই ওয়েবসাইটে।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img