spot_img

জবিতে আন্তঃবিভাগীয় খেলায় মারামারির জেরে ২ শিক্ষার্থী বহিষ্কার

এসম্পর্কিত আরো পড়ুন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তঃ বিভাগীয় ফুটবল খেলায় শিক্ষার্থীদের মধ্যে মারামারি ও বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি (বাস) ক্ষতিগ্রস্ত করার জেরে ২ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা হলেন গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিউল ইসলাম সৈকত ও আবুল হাসনাত হৃদয়।

২০ নভেম্বর (বুধবার) উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

- বিজ্ঞাপন -

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুরের ঘটনায় দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সেকারণে তাদেরকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাময়িক বহিস্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও গণিত বিভাগের মধ্যে ফুটবল খেলায় ইংরেজি বিভাগ জয়লাভ করার পর উত্তেজনা শুরু হয় এবং দুই দফায় সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ২০ জন আহতসহ বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাংচুর করা হয়। এসময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গণিত বিভাগের কতিপয় শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের বাস ভাংতে দেখা যায় যার মধে উল্লিখিত শিক্ষার্থীরাও জড়িত ছিল।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img