spot_img

প্রেসি‌ডেন্ট’স রোভার স্কাউ‌টের সংবর্ধনা পেলেন বাকৃবির র‌বিউল

এসম্পর্কিত আরো পড়ুন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোভার স্কাউটের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও প্রেসিডেন্ট’স রোভার স্কাউট সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড প্রাপ্ত রোভার মো. রবিউল ইসলামকে সংবর্ধনা জানানো হয় এবং ইউনিটের লোগো সম্বলিত স্যুট প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স কক্ষে এই বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠিত হয়।

- বিজ্ঞাপন -

মো. রবিউল ইসলাম জানান, “এই অর্জন আমার একার নয় । এটি আমার সংগঠনের সকল সদস্যের। দেশ ও মানুষের সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড পেয়েছি, যা আমার কাজের উদ্দীপনা দ্বিগুণ করেছে। ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া, ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. শহীদুল হক, দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ ড. হুমায়ূন কবির, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, স্কাউট কাউন্সিলের সভাপতি ও বাকৃবি স্কাউট লিডার অধ্যাপক সাদেকা হক এবং গ্রুপ রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক ড. মোহাম্মদ জহিরুল আলম। এছাড়া বাকৃবি রোভার স্কাউটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, “আমাদের সময়েও এই ধরনের সংগঠন ছিল, তবে এত ব্যাপকতা ছিল না। রোভার স্কাউট একটি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ সংগঠন। বিভিন্ন দুর্যোগে তাদের নিরলস পরিশ্রম আমরা দেখেছি। আপনারা সদস্য সংখ্যা বৃদ্ধি করুন। এ ধরনের সংগঠন যত বেশি বৃদ্ধি পাবে, ততই দেশের এবং বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গল। তোমরা সমাজ, রাষ্ট্র ও বিশ্ব গঠনে কাজ করবে এই প্রত্যাশা আমাদের।”

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img