spot_img

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এসম্পর্কিত আরো পড়ুন

শাবিপ্রবি প্রতিনিধি:

‘‘গণহত্যায় অর্জিত স্বাধীনতা” শীর্ষক ২দিনব্যাপী চিত্র প্রদশর্নী চলছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)। গত বৃহস্পাতিবার ২১ নভেম্বর চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। আজকে এর শেষ দিন।

- বিজ্ঞাপন -

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানানোর জন্য এই উদ্যোগ নিয়েছেন শাবিপ্রবির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাত জামান। চিত্র প্রদর্শনীতে ১৯৭১ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন ঘটনাপ্রবাহ স্থান পেয়েছে। ৭১ এর মুক্তিযুদ্ধে পশ্চিম পাকিস্থানি হানাদার বহিনীর বর্বরতা, পরবর্তীতে এরশাদ ও স্বৈরাচারি পতিত শেখ হাসিনার  আমলে গুম, খুন সহ সর্বশেষ ২৪এর বিপ্লবে ছাত্র জনতার উপর নৃশংসভাবে ঝাপিয়ে পড়ার নানা চিত্র সেখানে প্রদর্শন করা হয়। এছাড়া জুলাই বিপ্লবে শাবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থীদের অবদানের চিত্র ও সেখানে তুলে ধরা হয়েছে।

চিত্র প্রদর্শনীর পাশাপাশি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের সঠিক ইতিহাস নির্ভর কুইজ প্রতিযোগিতার সুযোগ রয়েছে সেখানে। এসব চিত্র প্রদর্শন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে আসা দর্শনার্থীরা। সকলের মাঝে ইতোমধ্যে এই উদ্যেগটি ইতিবাচক সাড়া ফেলেছে। শিক্ষার্থীরা জানান,  দীর্ঘদিন পর সঠিক ইতিহাস নির্ভর একটি সুন্দর আয়োজন। এরকম সুন্দর সুন্দর আয়োজন সবসময় জারি থাকুক। এতে শিক্ষার্থীরা সঠিক ইতিহাস সম্পর্কে অবগত হতে পারবে।

চিত্র প্রদর্শনীর আয়োজক রাহাত জামান বলেন, গনহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক এই প্রদর্শনীতে ৭১ এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সর্বশেষ ২৪ এর আন্দোলনের বিভিন্ন ঘটনাপ্রবাহ স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সঠিক ইতিহাস জানানোর জন্যই এই আয়োজন করেছি। উদ্যোগটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকলের মাঝে খুবই ইতিবাচক মনোভাব তৈরি করেছে। আগামী দিনে আরো সুন্দর সুন্দর শিক্ষার্থীবান্ধব আয়োজন অব্যাহত রাখতে চাই।

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img