শাবিপ্রবি প্রতিনিধি: গুচ্ছ প্রক্রিয়া থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে বিভাগীয় শহরে ভর্তি প্রক্রিয়া আয়োজনের দাবিতে মানববন্ধন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।সোমবার (২৫ নভেম্বর) পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল বের হয়। মিছিলটি চেতনা-৭১ হয়ে গোল চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাপনী বক্তব্যে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। যদি ৪৮ ঘণ্টার মধ্যে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের না হওয়ার সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
মানবন্ধনে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব ও রিমকাতুল অথৈ, ইংরেজি বিভাগের দেলোয়ার হোসেন শিশির, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন, গণিত বিভাগের হাফিজুল ইসলাম, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের মুস্তাফিজুর রহমান ও নৃবিজ্ঞান বিভাগের তোফাজ্জল।
বক্তারা বলেন, গুচ্ছ প্রক্রিয়া একটি দীর্ঘ প্রক্রিয়া। দীর্ঘ প্রক্রিয়া হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ে সেশনজট তৈরি হয়েছে। এছাড়া শাবিপ্ররি নিজস্ব প্রশ্নেপত্রের যেই মান ছিল সেটা গুচ্ছ প্রক্রিয়ায় মানা হচ্ছে না। এজন্য শাবিপ্রবি এখন আগের মতো আর মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পারছে না। যে কারণে বিশ্ববিদ্যালয়ের সুনাম দিন দিন ক্ষুণ্ণ হচ্ছে। এসময় শিক্ষার্থীরা বলেন, দুর্ভোগ, সময় ও অর্থের অপচয় রোধের কারণে গুচ্ছের উত্থান হয়েছিল। তবে এই প্রক্রিয়া ফেইল করেছে। তাই আমরা গুচ্ছ থেকে বের হয়ে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার দাবি জানাই। যাতে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মান ও ঠিক থাকে এবং সময় ও দুর্ভোগ লাঘব হয়।
এসএস/