spot_img

ইবিতে দুই দিনব্যাপী শিক্ষা ও গবেষণা প্রদর্শনী

এসম্পর্কিত আরো পড়ুন

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো দুই দিনব্যাপী শিক্ষা ও গবেষণা প্রদর্শনী আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আম বাগানে এ প্রদর্শনী উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

- বিজ্ঞাপন -

জানা যায়, ৪৬তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ২৫ ও ২৬ নভেম্বর দুইদিনব্যাপী অনুষ্ঠিত হবে এ প্রর্দশনী। এ প্রর্দশনীতে প্রতিটি বিভাগ, ল্যাবরেটরী স্কুল ও আইআইইআর এর শিক্ষা ও গবেষণার অগ্রগতির বিষয়ে প্রদর্শনী আয়োজন করা হয়। এতে মোট ৩৮ টি স্টল দেয়া হয়। প্রতিটি বিভাগ তাদের উদ্ভাবিত গবেষণাকর্ম, বই ও গবেষণা পত্র প্রদর্শন করেন।

উদ্বোধন শেষে উপাচার্য প্রতিটি স্টল পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলীনুর রহমান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ বিভিন্ন বিভাগের সভাপতি, হলসমূহের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, তোমাদের সকলের জন্য শুভকামনা। এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। আমরা যারা শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী আছি আমরা তোমাদের সেবার জন্য নিয়োজিত। এই ৪৬তম দিবসে আমাদের এই অঙ্গীকার হওয়া উচিত বিশ্ববিদ্যালয়কে আন্তজার্তিক মানের করা। একটি পিছিয়ে পড়া জনপদে অবস্থিত বিশ্ববিদ্যালয়কে শুধু মাত্র শিক্ষা ও গবেষণার মাধ্যমেই আন্তর্জাতিক মানে পরিনত করা যায়।

আমি বিশ্বের আধুনিক বিশ্ববিদ্যালয়ের মডেল অনুসরণ করে কাজ করবো। সকলের পরামর্শ ও অংশীদারের ভিত্তিতে সংস্কারের মাধ্যমে একটি শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়তে চাই। আমি বিশ্ববিদ্যালয়কে একটি উন্নয়নের সড়কে নিয়ে আসবো। আগামীদিনের বাংলাদেশ কোনো দলের হবেনা। আগামীর বাংলাদেশে হবে মানুষের বাংলাদেশ, সকলের বাংলাদেশ।

 

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img