spot_img

পিঠাপুলি ও নাচে-গানে কুবিতে হেমন্ত উৎসব

এসম্পর্কিত আরো পড়ুন

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে এবং কমিউনিকেশন ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘হেমন্ত উৎসব-১৪৩১’।

- বিজ্ঞাপন -

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

এ সময় শীতের আমেজে পিঠা উৎসবের সাথে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান ও নাচের মাধ্যমে মাতিয়ে রাখেন পুরো মুক্তমঞ্চ।

সাংস্কৃতিক সন্ধ্যায় বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী চৌধুরী মাসাবিহ, হুমায়রা কবির, জাভেদ রায়হান ও ওয়াফা রিমুর সঞ্চালনায় এবং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, প্রভাষক জাকিয়া জাহান মুক্তা, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিসটেমসের অধ্যাপক ড. মো: তোফায়েল হোসেন মজুমদার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার ও প্রভাষক গোলাম মাহমুদ পাভেল সহ বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সিগনেচার প্রোগ্রাম এই হেমন্ত উৎসব। গত চার বছর আয়োজনের পর এবার বিভাগটির পঞ্চম ব্যাচ দারুনভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে। আশা করি আমাদের এ আয়োজন সামনে আরো দারুন হবে।’

 

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img