ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে শেষ হয়। এরপর মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। এরপর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ইবি থানা অফিসার্স ইনচার্জ একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান এবং সদস্য অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, দায়িত্বরত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ হোসেন ও অন্যান্য সহকারী প্রক্টরবৃন্দ, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসআই/
মন্তব্য করুন