spot_img

কুবির এক শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

এসম্পর্কিত আরো পড়ুন

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম ব্যাচের (২০১৭-১৮ সেশন) শিক্ষার্থী বায়েজিদ আহম্মেদ বাপ্পীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন ১৮ তম ব্যাচের (২০২৩-২৪ সেশন) এক শিক্ষার্থী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভুক্তভোগী নারী শিক্ষার্থী তার অভিভাবকসহ প্রক্টর বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।

- বিজ্ঞাপন -

অভিযোগপত্র থেকে জানা যায়, “গত এক ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম আবর্তনের শিক্ষার্থী বায়েজিদ আহম্মেদ বাপ্পী ইঞ্জিনিয়ার বাড়ি (বিশ্ববিদ্যালয়ের অদুরে একটি মেয়েদের মেস) থেকে জোরপূর্বক আমাকে ফোন দিয়ে দেখা করার কথা বলেন এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী নির্জন স্থানে জোরপূর্বক শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেন। ফলে আমি মানসিকভাবে সম্পূর্ণ অসুস্থ হয়ে পড়ি।”

খোঁজ নিয়ে জানা যায়, অনিচ্ছাসত্ত্বেও অনুমতি ছাড়া ভুক্তভোগীর ছবি তোলে অভিযুক্ত। পরবর্তীতে ছবি তোলার বিষয়টি যাচাইয়ের জন্য প্রক্টরিয়াল টিম বায়েজিদের স্মার্টফোন খুঁজে অভিযোগের সত্যতা পায়। তদন্তের স্বার্থে তখন তার ফোনটি প্রক্টর নিজেদের হেফাজতে নিয়ে নেন। পাশাপাশি অভিযোগটি যৌন নির্যাতন সেলে হস্তান্তর করে দেওয়া হয়।

এসময় বায়েজিদ আহম্মেদ বাপ্পীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন জব্দ থাকায় তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, “আমরা অভিযোগপত্র পেয়েছিলাম। কিন্তু যে ধরণের অভিযোগ সেটি যৌন হয়রানি সেলের কাজের, তাই বিষয়টি যৌন হয়রানি সেল দেখবে। আর প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্ত নিয়েছি, ওর ফোন জব্দ ও ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছি।”

হল ছাড়ার বিষয়ে কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. হারুন বলেন, ‘ঐ রুমে আমরা নতুন তালা দিয়েছি৷ পাশপাশি ঐ শিক্ষার্থীকে যাতে হলে বা হলের আশেপাশে না আসে, সে বিষয়ে হল সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছি৷ এর ব্যতিক্রম হলে আমরা প্রক্টর অফিসকে জানাবো।”

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img