spot_img

জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি: জবি উপাচার্য 

এসম্পর্কিত আরো পড়ুন

জবি প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রেখে জাতীয় ঐক্যকে শক্তিশালী করার লক্ষ্যে ‘বিপ্লবত্তোর ছাত্র ঐক্য’ শীর্ষক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্যে তিনি এই কথা বলেন।

- বিজ্ঞাপন -

জুলাই অভ্যুত্থানে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, আমি তাদের সকলের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমি নিজেও আজকে শহীদদের ত্যাগের বিনিময়ে এখানে আসতে পেরেছি। খুব আশা ছিল স্বৈরাচারের পতন কীভাবে হয়, আর তাদের পরিণতি কী ধরণের হয়, তা দেখার। আল্লাহ আমাকে তা দেখার সুযোগ করে দিয়েছেন।

উপাচার্য রেজাউল করিম বলেন, এই বিজয় যেন চিরঞ্জীব থাকে, সেই দোয়া আল্লাহ তায়ালার কাছে কামনা করছি। আমাদের ছোট ক্যাম্পাস হতে হবে, শান শৌকত কম হতে পারে, আগ্রহ আর ভালোবাসার কোন কমতি নেই।

এই অনুষ্ঠানের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাসে স্থান করে নিবে উল্লেখ করে উপাচার্য আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট এই প্রোগ্রামের আয়োজন করেছে, এই জন্য তাদের আমি ধন্যবাদ জানায়। এই ধারাবাহিকতা যেন বজায় থাকে।

অনুষ্ঠানে অতিধি হিসেবে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img