spot_img

রাবির খনিবিদ্যা বিভাগে চার তহবিল থেকে ৭০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

এসম্পর্কিত আরো পড়ুন

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চার তহবিল থেকে ৭০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

- বিজ্ঞাপন -

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ কুদরত-ই-খুদা অ্যাকাডেমিক ভবনের ৪১২ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২২ সালের স্নাতক (সম্মান) চূড়ান্ত, পার্ট -১, পার্ট-২, পার্ট-৩, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাক্রমানুসারে ” এডভোকেট মান্নান খান-হাসিনা বেগম বৃত্তি তহবিল”, “মাসতুবা কবীর-সোহেল কবীর বৃত্তি তহবিল”, “ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ শিক্ষার্থী কল্যাণ ও বৃত্তি তহবিল” এবং “ভূতত্ত্ব ও খনিবিদ্যা সমিতি তহবিল” থেকে বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে ভূবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম. সেলিম রেজা বলেন, “তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে যেসব শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তাদের অনেরকেরই অর্থনৈতিক সমস্যা থাকে। মেধাবী ছাত্র ছাত্রীদের এই সমস্যা লাগবের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. ইউনুস আহমদ খান বলেন, “বৃত্তি প্রদান শুধু এক ধরনের পুরস্কার নয়, বরং এটি একটি সম্মান এবং ভবিষ্যতে আরও বড় কিছু অর্জনের পথে চলার অনুপ্রেরণা। যারা আজ বৃত্তি পেয়েছেন, তারা শুধু তাদের নিজস্ব নয়, বরং তাদের পরিবার ও সমাজের গর্ব। আপনারা আজকে যেভাবে সাফল্য অর্জন করেছেন, তা শুধু আপনারা নয়, আমাদের দেশের ভবিষ্যত প্রজন্মের জন্যও একটি উদাহরণ হয়ে থাকবে। বৃত্তি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুধু শ্রেষ্ঠ মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রশংসা করি না, বরং তাদেরকে আরও বৃহত্তর লক্ষ্য অর্জনে সহায়তা প্রদান করি। আপনাদের এই সাফল্য শুধু একদিনের ফল নয়, এটি হলো দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম এবং সঠিক মনোভাবের ফল।”

এছাড়াও অনুষ্ঠানে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img