ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে( ইবি) চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডোরে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি শাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি ও চট্টগ্রাম জেলা কল্যাণের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. নাসির উদ্দীন আজহারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ইয়ামিন মাসুম।
এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান সায়মনসহ অর্ধশতাধিক সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন ও প্রবীণদের উদ্দেশ্যে অধ্যাপক ড. নাছির উদ্দীন বলেন, ‘মানুষ ছোট হতে চায় না। কিন্তু দুজনের কাছে ছোট হয়ে আনন্দিত হওয়া যায় এক জন হলো নিজের সন্তান, দ্বিতীয় জন হলো নিজের ছাত্র। আমি তোমাদের কাছে ছোট হয়ে আনন্দিত হতে চাই।’ এসময় তিনি প্রত্যেককে বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামের একজন এ্যাম্বাসেডর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার কথা বলেন।
তিনি আরও বলেন, ‘সফলতা পাওয়ার দুইটি প্রধান মাধ্যম হলো ধৈর্য ও চেষ্টা। এই দুটি জিনিস তোমাদের সাথে রাখতে হবে। সমাজে বড় অবস্থানে যাওয়া, টাকা কামানো এগুলোই শুধু সফলতা নয়। এর সাথে শিক্ষকের দোয়া ও সফলতার অন্তর্ভুক্ত।’
অনুষ্ঠানে নবীনদের শিক্ষা উপকরণ ও প্রবীণদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
এসআই/
মন্তব্য করুন