spot_img

শিক্ষক হিসেবে শুধু বিভাগের গ্রাজুয়েটদের নিয়োগের দাবিতে শাবিতে মানববন্ধন

এসম্পর্কিত আরো পড়ুন

শাবিপ্রবি প্রতিনিধি: জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের শিক্ষক হিসেবে শুধু ‘জিইবি’ বিভাগের গ্রাজুয়েটদের নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ‘জিইবি’ বিভাগের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় বিভাগটির শিক্ষার্থী মো. জহিরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জিইবি সোসাইটির ভিপি আব্দুর রহমান ও সহকারী সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক তোহা।

- বিজ্ঞাপন -

আব্দুর রহমান বলেন, বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট মিলিয়ে প্রায় ৩০টির অধিক বিশ্ববিদ্যালয়ে জিইবি বিভাগ রয়েছে। প্রতি বছর প্রায় নয়শত গ্রাজুুয়েট বের হচ্ছে। কিন্তু গ্রাজুয়েটরা জিইবি বিভাগের যে সেক্টর গুলো রয়েছে সেগুলোতে সুযোগ পাচ্ছে না। অন্য বিভাগের শিক্ষার্থীরা সেগুলোতে সুযোগ পাচ্ছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অন্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছে। এটা জিইবি বিভাগের শিক্ষার্থীদের সাথে অনেক বড় বৈষম্য। আমরা চাই আমাদের বিভাগ থেকে যে গ্রাজুয়েটরা বের হবে তাদেরকে সেই প্রাপ্য জায়গাটুকু দেওয়া হউক।

তিনি আরো বলেন, সম্প্রতি শাবির জিইবি বিভাগের শিক্ষক নিয়োগের সার্কুলারে জিইবি বিভাগসহ আরো কয়েকটি বিভাগের গ্রাজুয়েটদের আবেদনের সুযোগ দিয়েছে। কিন্তু আমরা চাই সার্কুলারটির পুনরায় সংশোধন করে শুধু জিইবি বিভাগের শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়া হউক।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. এম. সরওয়ারউদ্দিন বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে বিভাগটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, ‘জিইবি’ বিভাগের শিক্ষক নিয়োগে অন্য বিভাগের গ্রাজুয়েটদের আবেদনের সুযোগ করে দেওয়া জিইবি বিভাগের শিক্ষার্থীদের অবমূল্যায়নের শামিল।‘

এএকে/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img