spot_img

নোবিপ্রবি আইন বিভাগের নতুন চেয়ারম্যান বাদশা মিয়া

এসম্পর্কিত আরো পড়ুন

নোবিপ্রবি প্রতিনিধি: আগামী তিন বছরের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক বাদশা মিয়া। এর আগে তিনি সহকারী অধ্যাপক হিসেবে দুইবার বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন৷

বৃহস্পতিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ আলমগীর সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

- বিজ্ঞাপন -

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী তিন বছরের জন্য নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ধারা ২৫ এর উপধারা ২ এবং ৩ অনুয়ায়ী তাকে এই নিয়োগ দেওয়া হয়।

নতুন করে আবার বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে বাদশা মিয়া বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে আবার দায়িত্ব দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন বিভাগ হওয়ায় আমাদের অনেক সংকট রয়েছে। তবে চেয়ারম্যান হিসেবে আমি চেষ্টা করবো শিক্ষার্থীদের সকল সংকটের সমাধান করার। বিশেষ করে আমাদের বিভাগে ক্লাস রুমের সংকটে রয়েছে। আমি আশাবাদী ক্লাসরুম সংকট দূরীকরণে ভূমিকা রাখতে পারবো৷ পাশাপাশি শিক্ষার্থীরা যাতে সময় মত পরীক্ষা দিতে পারে সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img