এডুকেশন টাইমস ডেস্ক: দক্ষিণ অঞ্চলের পাবলিক বিশ্ববিদ্যালয়ের একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সামাজিক সংগঠন ‘শের-ই-বাংলা ইয়ুথ অ্যালায়েন্স’। সংগঠনটি ২০১৮ সাল থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রমের পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল উক্ত সংগঠনটি পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে একটি ‘উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার,নবীন বরণ ও ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়ার পাশাপাশি সাইন্স, আর্টস,কমার্স,মেডিকেল ও ইন্জিনিয়ারিং বিষয়ে শিক্ষার্থীদেরকে দিকনির্দেশনা প্রদান করেন সাবেক সভাপতি মোঃ হাসিব বিল্লাহ,সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মোর্শেদ ও বর্তমান সাংগঠনিক সম্পাদক পলাশ মিত্র শ্রাবণ।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. বদরুল আমিন সবুজ, সাবেক সভাপতি মোঃ মাহবুবুর রহমান, বর্তমান সভাপতি মো. সাইফুল্লাহ আল হাদী, সাধারণ সম্পাদক শাওন হালদারসহ বর্তমান ও সাবেক কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ। সংগঠনটির সভাপতি মোঃ সাইফুল্লাহ আল হাদী বলেন,আমাদের সংগঠনটি শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার দিকে এগিয়ে নিতে এবং উৎসাহ প্রদান করতে আজকের এই সেমিনারের আয়োজন করছে।
এসআই/
মন্তব্য করুন