spot_img

জুলাই বিপ্লবে হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে ববি প্রশাসন

এসম্পর্কিত আরো পড়ুন

ববি প্রতিনিধি: জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপরে হামলাকারী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করা লিখিত দাবির প্রেক্ষিতে এই আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বৃহস্পতিবার এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন জুলাই বিপ্লবীদের ওপর হামলায় অভিযুক্ত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে আগামী তিন কার্যদিবসের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন।

- বিজ্ঞাপন -

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের কাছে দেয়া লিখিত দাবির ১৪নং দাবিতে ছাত্র জনতার গণঅভ্যূত্থান ২০২৪-এর জুলাই বিপ্লবীদের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সন্ত্রসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় আহত শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে হামলায় আহত শিক্ষার্থীদের দাবি ছিল হামলায় অংশগ্রহণকারী ছাত্রলীগের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়া। বিশ্ববিদ্যালয় প্রশাসন দেরিতে হলেও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বিষয়টিকে আমরা সাধুবাদ জানাচ্ছি। সাথে সাথে দাবি জানাচ্ছি, প্রকৃত হামলাকারীদেরকে অপরাধের মাত্রা অনুযায়ী অ্যাকাডেমিক ও প্রচলিত আইনের আওতায় শাস্তি দেওয়ার জন্য।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একটা নির্দেশনা সম্বলিত চিঠি পেয়েছি। আগামী রোববার এই বিষয়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img