শাবিপ্রবি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন “সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ” কর্তৃক পরিচালিত ক্যাম্পাসভিত্তিক মানবাধিকার ক্লাব ‘সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক’ এর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) চ্যাপ্টারের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় নতুন এই কমিটির অনুমোদন দেয় ‘সোচ্চার ওয়াচডগ বাংলাদেশ’ এর পরিচালক যুক্তরাষ্ট্রের ফিল্যান্ডার স্মিথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মাহফুজুল হাসান।
কমিটিতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. হোসাইন আহমদ নির্বাচিত হয়েছেন।
অন্যান্যদের মধ্যে সহসভাপতি হিসেবে বুরহান উদ্দিন, খোরশেদ আলম, শামসুন্নাহার ও আবেদা খাতুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুর রহমান, দপ্তর সম্পাদক হিসেবে মোহাম্মদ রাসেল, অর্থ সম্পাদক হিসেবে হামিম মাহমুদ, মিডিয়া ও প্রচার সম্পাদক হিসেবে রেজা-ই-রাব্বি সাফওয়ান এবং আউটরিচ ও কমিউনিকেশন সম্পাদক জসিম উদ্দিন মনোনীত হয়েছেন।
এসএস/