spot_img

জাবিতে ঢাবির প্রলয় গ্যাংয়ের সদস্য আটক

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: বান্ধবীসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঘুরতে এসে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত প্রলয় গ্যাংয়ের সদস্য তবারক মিয়া। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তবারক বিশ্ববিদ্যালয়ের বটতলার একটি চায়ের দোকানে বসে থাকার সময় বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা তার পরিচয় জানতে চান। পরিচয় নিশ্চিত হলে তবারক মিয়া জানান, জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫১ ব্যাচের এক শিক্ষার্থীর আমন্ত্রণে দুই বান্ধবীসহ ঘুরতে এসেছেন। পরে শিক্ষার্থীরা পুলিশকে খবর দিলে রাত ১২টার দিকে পুলিশ এসে তাকে আটক করে আশুলিয়া থানায় নিয়ে যায়। এ সময় একটি দোকানের পাশ থেকে পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

- বিজ্ঞাপন -

তবারক মিয়া জানান, তার বিরুদ্ধে থাকা মামলাগুলো থেকে তিনি ইতোমধ্যে অব্যাহতি পেয়েছেন এবং বর্তমানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সমন্বয়ক আরমানের স্বাক্ষরিত একটি হলফনামাও প্রদর্শন করেন।

তবারকের সঙ্গে থাকা দুই নারী বলেন, মামলার কারণে দীর্ঘদিন কারাগারে থাকার ফলে তবারক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং বিশ্ববিদ্যালয় থেকেও দুই বছর বহিষ্কৃত হন। তাকে মানসিকভাবে স্বাভাবিক করতে তারা ঘুরতে এসেছেন এবং জাহাঙ্গীরনগরের বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছেন।

জাবি শিক্ষার্থী নাজমুল ও মার্জিউর জানান, তবারককে বটতলায় বন্ধুদের নিয়ে আসতে দেখে সন্দেহ হলে তারা তার পরিচয় জানতে চান। তবারক প্রলয় গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করলেও দাবি করেন, মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। পরে প্রক্টরিয়াল টিম ও পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, ছাত্রদের মাধ্যমে প্রলয় গ্যাংয়ের এক সদস্যকে আটকের খবর পেয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়। ঢাবির প্রক্টরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান বলেন, তবারক মিয়াকে থানায় নেওয়া হয়েছে এবং তার সঙ্গে থাকা দুই নারীকে পরিচয় যাচাই করে ছেড়ে দেওয়া হয়েছে। দোকানের পাশ থেকে পাওয়া গাঁজার বিষয়ে তদন্ত করা হবে।

উল্লেখ্য, তবারক ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্র।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img