ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজর ছাত্রদলের আহ্বায়ক কমিটি প্রত্যাখান করে পদবঞ্চিত নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১.৩০ মিনিটে বিক্ষোভ মিছিল শেষে ঢাকা কলেজ অডিটরিয়াম এক সংবাদ সম্মেলনে মিলিত হন নেতাকর্মীরা। এসময় সাংবাদিকদের সামনে ঘোষিত কমিটিকে সিন্ডিকেটভুক্ত পকেট কমিটি উল্লেখ করে বিভিন্ন সমস্যা ও অসংগতি তুলে ধরেন তারা।
এগুলো হলো-
১) এই কমিটিতে যাকে আহবায়ক করা হয়েছে দীর্ঘ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৫বছরে তার নামে কোনো মামলা-হামলা, জেল-জুলুম এমন কি কোনো নির্যাতনের ইতিহাস আমাদের জানা নেই।
সে বিগত ফ্যাসিস্ট আমলে দীর্ঘ ৩ বছর হলে থেকে স্বদর্পে ক্যাম্পাসে বিচরণ করেছিলো। তার বিরুদ্ধে ৫ আগস্ট ২০২৪ এর পর ছাত্রলীগকে আশ্রয় দেয়ার অভিযোগ রয়েছে এবং তার কিছু প্রমাণও রয়েছে।
২) অত্র কমিটির আহবায়কের সেশন ৯-১০ এবং সদস্য সচিবের সেশন ১২-১৩ অথচ ১০-১১, ১১-১২ সেশনের একাধিক ত্যাগি কর্মী রয়েছে যাদের বিরুদ্ধে একাধিক মামলা-হামলা, গুম,গুলিবিদ্ধ ও নির্যাতনের সুনির্দিষ্ট একাধিক রেকর্ড রয়েছে।
৩) সদস্য সচিবের বিরুদ্ধে ৫ আগস্ট ২০২৪ এর পর ব্যপকভাবে ছাত্রলীগের কর্মীদের আশ্রয় দেয়ার অভিযোগ ও প্রমাণ রয়েছে।
৪) ৩৬ সদস্যের কমিটিতে ২৫জন কেন্দ্রীয় সভাপতি/সেক্রেটারি ভাগাভাগি করে নিয়েছেন।
৫) ৩৬ সদস্যের মধ্যে ১৬ জনের বিরোদ্ধে বিগত ২৮ অক্টোবর ২০২৩ থেকে ৭ জানুয়ারি ২০২৪ পর্যন্ত একটা প্রোগ্রামের নজীরও নেই। আমি এ ব্যাপের চ্যালেন্স ছুড়ে দিচ্ছি যদি তারা গ্রহণ করে।
৬) কমিটির কারো কারো বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
৭) কমিটির ১নং সদস্যের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীদের নিজরুমে আশ্রয় এবং তাদের নিয়ে ৫ আগস্টের পর প্রোগ্রাম ও চাঁদাবাজি করার অভিযোগ ও প্রমাণ রয়েছে। যেটা নিয়ে একাধিক সংবাদ হয়েছে।
এছাড়া বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদকের প্রয়োজনীয়তা নেই বলেও উল্লেখ করে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তারা।
এর আগে কমিটি ঘোষণা করার পর কমিটির বিরুদ্বে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে পদ বঞ্চিত ও পদ প্রত্যাশী নেতাকর্মীরা। এসময় তারা দাবি করেন এই কমিটি টাকা বিনিময়ে হয়েছে যাতে তার দলের দুঃসময়ের, ত্যাগী, পরীক্ষিত, কারা নির্যাতিত, মামলা- হামলার শিকার অনেক কর্মীকে রাখা হয়নি। তাই তারা এই কমিটি সজ্ঞানে প্রত্যাখ্যান করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সহ-সভাপতি তাজবিউল হাসান, সহ-সভাপতি আবির রায়হান ও যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসন প্রমুখ।
এএকে/