spot_img

জাবিতে পোষ্য কোটা সংস্কারসহ ৪ দফা দাবীতে মানববন্ধন

এসম্পর্কিত আরো পড়ুন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পোষ্য কোটার যৌক্তিক সংস্কারসহ ৪ দফা দাবিতে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ ব্যানারে এ কর্মসূচী শুরু হয়। এরপর দুপুর ১টায় শেষ হয়।

- বিজ্ঞাপন -

তাদের দাবিগুলো হলো ভিসি কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, ভর্তি পরীক্ষার আবেদন ফি এবং ইউনিট কমানো ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা পদ্ধতি চালুর দাবী তারা উত্থাপন করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ৫০তম ব্যাচের শিক্ষার্থী মাহদি বলেন, আমরা দেখতে পাই পোষ্য কোটার মাধ্যমে ভর্তি হয়ে তাদের পড়াশুনা শেষ করতে পারেন না। অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তিযুদ্ধে হার মেনে নিচ্ছে অন্যদিকে কোটার বদৌলতে কম নম্বর পেয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। এছাড়াও শিফট ভিত্তিক ভর্তি পরিক্ষায়, প্রতি শিফটে সমমানের প্রশ্ন না হওয়ায় শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, কোটা সংস্কারের জন্য দু হাজার মানুষ জীবন দিলেও এখনও এই অভিশাপ থেকে রেহাই পেতে আমাদের লড়াই কর‍তে হচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত হতাশা ও লজ্জার। আমরা ৪২ দিন ধরে আন্দোলন করেও জাবিতে এই বৈষম্য দূর করতে পারছি না। অযৌক্তিক ভিসি কোটা বাতিল করতে হবে।

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুর রশীদ জিতু বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবীর প্রেক্ষিতে মৌখিক আশ্বাস দিলেও এখনো কোন কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। আমরা কোন সদুত্তর না পেলে আগামী ১ কর্মদিবস পরে প্রশাসনিক ভবন ঘেরাও করব। এই সমস্যাগুলোর সমাধান না করে কোনভাবেই ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হতে দেওয়া যায়না।

উল্লেখ্য, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে গত ১৪ নভেম্বর থেকে ভিসি কোটা বাতিল ও পোষ্য কোটা সংস্কারের দাবীতে আন্দোলন চলে আসছে।

এএকে/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img