spot_img

মেডিকেলে প্রতি আসনের জন্য লড়বেন ২৫ জন

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য এবার আসনপ্রতি প্রায় ২৫ জন আবেদন করেছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) শেষ হওয়ার পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ১০ ডিসেম্বর।

- বিজ্ঞাপন -

জানা যায়, এবার কোটাসহ মেডিকেল কলেজে আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি।

এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন শনিবার (২৮ ডিসেম্বর) জানান, এমবিবিএস ভর্তির জন্য আবেদন পড়েছে ১ লাখ ৩২ হাজারের কিছু বেশি। সে হিসাবে আসনপ্রতি প্রায় ২৫ জন আবেদন করেছেন।

এর আগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে আবেদন করেন ১৯ জন। গত শিক্ষাবর্ষে ৫ হাজার ৩৮০ আসনের বিপরীতে আবেদন করেন এক লাখ চার হাজার ৪৪ জন। সে হিসাবে এবার আবেদন বেড়েছে ২৮ হাজারের বেশি। আর আসনপ্রতি ছয়টি আবেদন বেশি পড়েছে।

বিজ্ঞপ্তিতে ঘোষিত সূচি অনুযায়ী, আজ রাত পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img