spot_img

ডাকসুর রোডম্যাপ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: ডাকসু নির্বাচনের রোডম্যাপ ৭২ ঘণ্টার মধ্যে ঘোষণার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে ভিসি চত্বরে এই আল্টিমেটাম ঘোষণা করেন তারা।

দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষনা না করলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তারা বলেন, যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা কর‍তে শিক্ষার্থীরা প্রস্তুত আছেন।

- বিজ্ঞাপন -

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন, অতিদ্রুত সময়ের মধ্যে উপাচার্য স্যারকে মেরুদণ্ড সোজা রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তার সময়সীমা মাত্র ৭২ ঘণ্টা। যদি ৭২ ঘণ্টার মধ্যে রোডম্যাপ ঘোষণা না হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাবো।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে আওয়ামীপন্থী তিন সদস্যের নিমন্ত্রণ এবং সিন্ডিকেটে ডাকসু নিয়ে কোনো সিদ্ধান্ত না নেয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ খানের সঙ্গে ছাত্রদলের হট্টগোলের অভিযোগ ওঠে।

পরে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১১টায় ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img