spot_img

মেরিটাইম ইউনিভার্সিটির বন্ধুসভার নেতৃত্বে সিফাতউল্লাহ, ইমু

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: ২০২৫ সেশনের জন্য প্রথম আলো বন্ধুসভা-বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় পরিষদ।

২৬ সদস্যবিশিষ্ট মেরিটাইম বন্ধুসভার এই কমিটিতে মোঃ সিফাতউল্লাহ সভাপতি এবং মোস্তাফিজুর রহমান ইমু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

- বিজ্ঞাপন -

গত পহেলা জানুয়ারি (বুধবার) প্রথম আলো বন্ধুসভার কেন্দ্রীয় পরিষদের সিদ্ধান্ত মোতাবেক মেরিটাইম বন্ধুসভার দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

মেরিটাইমে বুদ্ধিবৃত্তিক আড্ডাবাজি আর পাঠচক্রের সংস্কৃতি চালু করার তাগিদ উল্লেখ করে মেরিটাইম বন্ধুসভার নবনির্বাচিত সভাপতি মোঃ সিফাতউল্লাহ বলেন, “নতুন সভাপতি হিসেবে কিছু বলার নেই। সভাপতি আমার ‘কার্যনির্বাহী কমিটির’ পরিচয়। বন্ধুসভার পরিচয় আমি একজন বন্ধু। এখনো আমাদের অস্থায়ী ক্যাম্পাস, বসে আড্ডা দেওয়ার মতন জায়গা নেই। এখানে বুদ্ধিবৃত্তিক আড্ডাবাজি আর পাঠচক্র করার সংস্কৃতি চালু করার তাগিদে মেরিটাইম বন্ধুসভায় যোগ দিয়েছিলাম। এখন যেহেতু দায়িত্ব পেয়েছি, বন্ধুসভার অন্যান্য স্বেচ্ছাসেবী কাজগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করবো।”

মেরিটাইম বন্ধুসভার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ইমু বলেন, “গত বছর বেশ একটা পরিবর্তন এর মধ্যে দিয়ে আমরা গিয়েছি। অনেক কিছু জেনেছি, শিখেছি অভিজ্ঞতা অর্জন করেছি। প্রতিবছরের ন্যায় এবারও আমাদের কিছু কর্ম পরিকল্পনা আছে। ধীরে ধীরে সেগুলোকে বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।”

২৬ সদস্য বিশিষ্ট এই কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন শেখ মোহাম্মদ তাসিন (সহ-সভাপতি), সিদরাতুল মুনতাহা (সহ-সভাপতি), অরিত্রি বড়ুয়া (যুগ্ম সাধারণ সম্পাদক), তাসনিম-ই-তাবাসসুম ধ্যুতি (যুগ্ম সাধারণ সম্পাদক), হামিদ মালিক (সাংগঠনিক সম্পাদক), আশরাফুল তাশদীদ (সহ-সাংগঠনিক সম্পাদক)।

এছাড়াও এম. এ. মালেক (অর্থ সম্পাদক), রেজওয়ান রাসুল (দপ্তর সম্পাদ), মোঃ মাহিম খান (প্রচার সম্পাদক), সানজিম সাজিদ জিম (সাংস্কৃতিক সম্পাদক), মোঃ জিছান (প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক), ইত্তেফা সোহরাওয়ার্দী (পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক), ইসরাত জাহান ইমু (জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক), রোবায়েত হোসেন জয় (দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক), মোঃ আজমল চৌধুরী (ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), মোঃ ফারহান মাহতাব (পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক), মোঃ রাফিউল্লাহ ভূঁইয়া (মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক), মোঃ মুহিব মনোয়ার (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক), আলভী ইসলাম (ম্যাগাজিন সম্পাদক) ও মুশতাক লাবিব (বইমেলা বিষয়ক সম্পাদক) হিসেবে নির্বাচিত হয়েছেন ।

পাশাপাশি কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফারজানা কিবরিয়া নিমা, নাজনীন আক্তার ফারিয়া, নূর ফাতিমা হক নিসাত, সায়মা ইসলাম নিহা।

উল্লেখ্য, প্রথম আলো বন্ধুসভা তরুণদের নিয়ে গঠিত একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, যা সৃজনশীলতা ও মানবিক কার্যক্রমে সক্রিয়‌‌।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img