এডুকেশন টাইমস ডেস্ক: তীব্র তাপপ্রবাহের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এমন প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষার চলবে আজ রোববার (২১ এপ্রিল) সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, দাবদাহের ফলে ক্লাস-পরীক্ষা বন্ধের বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোনো নতুন সিদ্ধান্তে গেলে পরবর্তীতে জানানো হবে বলে তিনি জানিয়েছেন ।
এসময় তিনি আরো জনান, আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত কী হয় সে দিকেও খেয়াল রাখছি।
এসআই/
মন্তব্য করুন