বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১০৮ তম সিন্ডিকেটে সকল ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্য ছাত্রদল শোডাউন দিচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আল আমিন ইসলাম বলেন, আমরা শোডাউন দেইনি। উপাচার্য মহোদয়ের সাথে আজকের বিষয় নিয়ে সাক্ষাৎ শেষে ক্যাম্পাস থেকে বেড় হওয়ার সময়ের ভিডিও এটি।কেউ ক্যাম্পাস অস্থিতিশীল করতে চাইলে তা প্রতিরোধের জন্য ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ।আল্টিমেটামকারীদের সাথে কোনো সাধারণ শিক্ষার্থী নেই।কিছুদিন আগে ক্যাম্পাসে সম্বয়কদের সাধারণ শিক্ষার্থীরা লিখিতভাবে অবাঞ্ছিত ঘোষণা করেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মো:ফেরদৌস রহমান কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,শিক্ষার্থীরা যদি লিখিত অভিযোগ দেয় তাহলে আমরা বিষয় টা দেখব।আমরা গতকাল মিটিং করেছি এবং মিটিং এ সকল ধরনের কর্মকর্তা, কর্মচারীদের প্রতিনিধিদের নিয়ে বসেছি সেখানে ছাত্রসংসদ নির্বাচনের আগে কোনো ধরনের নির্বাচন হবে না বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি।
/ইএইচ