spot_img

দক্ষতা বাড়াতে বাকৃবিতে ২০টি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সারাদেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩০তম বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই)।

রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জিটিআই শ্রেণি কক্ষে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। ২১ এপ্রিল হতে ২৩ মে পর্যন্ত প্রায় ৩৩ দিন ব্যাপী চলা এ প্রশিক্ষণে মোট ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করবেন বলে জানা যায়।

- বিজ্ঞাপন -

জিটিআই’র পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সিনিয়র শিক্ষা উপদেষ্টা ড. মো. মাহামুদ-উল-হক, জিটিআই’র সাবেক পরিচালক অধ্যাপক ড. মোজাহার আলী এবং সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মাছুমা হাবিব ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বাকৃবির জিটিআই কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ দেয়া হয়। সারাদেশে এই প্রশিক্ষণ ব্যাপকভাবে সমাদৃত।

তিনি আরো বলেন, প্রশিক্ষণের জন্য জিটিআই এ দক্ষ প্রশিক্ষক রয়েছে। আপনাদের আচরণ, ক্লাস নেয়ার দক্ষতা থেকে বুঝা যাবে আপনারা প্রশিক্ষণ থেকে কতটুকু গ্রহণ করেছেন। এই প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান, দক্ষতা আপনাদের শিক্ষকতা পেশার সহায়ক হিসেবে কাজ করবে।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img