spot_img

অনুমতি না নিয়েই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে নাম

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখার ঘোষিত কমিটিতে নিজের নাম দেখে অবাক ও বিস্ময় প্রকাশ করেছেন কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আবদুল্লাহ আল সৈকত নামের এক শিক্ষার্থী। জানা যায়, অনুমতি না নিয়েই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে তার নাম দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী মো. ওমর ফারুককে আহ্বায়ক ও ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী জাহিদুর রহমানকে সদস্যসচিব করে কুয়েটের কমিটি ঘোষণা করা হয়। এতে যুগ্ম সদস্য সচিব হিসেবে আবদুল্লাহ আল সৈকতের নাম দেখা যায়।

- বিজ্ঞাপন -

 

বিস্ময় প্রকাশ করে সৈকত তার ফেসবুক পোস্টে লিখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুয়েটে কমিটি দিয়েছে। আমার কোনোপ্রকার কনসেন্ট ছাড়া আমাকে কমিটিতে রাখা হয়েছে। আমি ইভেন জানিওনা যে, তারা কুয়েটে কমিটি দিবে!’

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img