spot_img

খালেদা জিয়ার সুস্থতায় জাবি ছাত্রদলের সাবেক সভাপতির দোয়া মাহফিল

এসম্পর্কিত আরো পড়ুন

জাবি প্রতিনিধি: বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আসর নামাজবাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

- বিজ্ঞাপন -

দোয়া মাহফিল শেষে সোহেল রানা বলেন, বেগম খালেদা জিয়া “বাংলাদেশী জাতীয়তাবাদ” আর্দশের প্রতীক। তাঁর প্রতি এই অবিচার দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে আঘাত করেছে। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি এবং দেশের জনগণের প্রতি আহ্বান জানাই, তারা যেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারেন।

শাখা ছাত্রদল নেতা মনিরুজ্জামান সাগর বলেন, আজকের এই পবিত্র মিলাদ মাহফিলে আমরা গভীর শ্রদ্ধা ও প্রার্থনা নিয়ে উপস্থিত হয়েছি আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। তিনি গণতন্ত্রের প্রতীক ও জাতির কণ্ঠস্বর। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

জাবি ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন, তিনি জাতির প্রেরণা ও গণতন্ত্রের আলোকবর্তিকা। তার অসুস্থতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমাদের দেশনেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন। তার সুস্থতার জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।

তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহান ভুইয়্যা, আদনান করিম, তরুণ, সাদিকুল ইসলাম, এসএম আমিনুল ইসলাম, মোসাদেকুর রহমান, আবিদুর রহমান, আলী আরাফাত খান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম নাইম, মোস্তফা কামাল লিটন, ইউসুফ আকন্দ সাগর, সাইদুর রহমান, ইমন হোসেন, সাকিব হোসেন, জাহিদুল ইসলাম এবং সাভার উপজেলা যুবদলের উজ্জল আহম্মেদ, শাহরিয়ার হোসেন জিসান, কামরুল খান, সাজু মিয়া, আবু কালাম, তাওহিদ ইসলাম, মোহাম্মদ আলী সরকার, কামাল খান, রেজাউল করিম রেজা, মোজাম্মেল হক তুষার, শাহিনুর খান মামুন প্রমুখ নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ক্ষেত্রে বিগত সরকারের বাধার কারণে তাকে বিদেশে নেওয়া সম্ভব হয়নি। অবশেষে আজ তিনি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যাচ্ছেন।

এএকে/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img