spot_img

বাকৃবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল সোনালিকা

এসম্পর্কিত আরো পড়ুন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ও গাইড ‘সোনালিকা’র আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বাকৃবির বিভিন্ন অনুষদে চান্সপ্রাপ্ত প্রায় আট শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি ) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের উপহার হিসেবে ক্রেস্ট, বই, চাবির রিং ও ওয়ালমেট প্রদান করা হয়। অনুষ্ঠানে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

- বিজ্ঞাপন -

অনুষ্ঠানে বাকৃবি প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রহুল আমিন, ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহা. ইলিয়াছুর রহমান ভূঁইয়া,মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফার মোহাম্মদ মসলেহ উদ্দিন, সোনালিকার মহাপরিচালক মো. ফখরুল ইসলাম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য এবং ক্যারিয়ার বিষয়ক পরামর্শ প্রদান করেন।

এসময় বাকৃবির প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রহুল আমিন বলেন, ‘বাংলাদেশে শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু অভাব আছে সৎ ও চরিত্রবান মানুষের। এর ফলেই দেশের অবস্থা আজ মুমূর্ষু। আমাদের সব কাজেই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে। ব্যর্থতায় ভেঙে পড়লে চলবে না। জীবনে এগিয়ে যেতে হলে বড়দের সম্মান করতে হবে এবং সৎ উপদেশ মেনে চলতে হবে।’

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img