বেরোবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহেল রানা এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমন সরকার। গত বছরেও তারা একই দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ছাত্রশিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহর একান্ত মেহেরবানিতে ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর ও বেরোবি শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে।
/ইএইচ