spot_img

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি

এসম্পর্কিত আরো পড়ুন

রাবি প্রতিনিধি: পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। এ সময় কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে লিচু তলায় অবস্থান নিয়েছেন।

আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ পূর্ণদিবস কর্মবিরতি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

- বিজ্ঞাপন -

এসময় অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, আজকের ধর্মঘট আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য, এই দাবি প্রশাসন কে মানতে হবে। যদি এই প্রশাসন অসহায় ভাব প্রকাশ করে তাহলে দেশে তো একটা সরকার আছে। বাংলাদেশ সরকার কি আমাদের আন্দোলন সম্পর্কে আবহিত নয়। তারা চাইলে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারেন।

আন্দোলনরত রাবি কর্মকর্তা আব্দুল মালেক বলেন, শিক্ষার্থী ভাই-বোনদের সাথে আমাদের কোন সংঘর্ষ নেই। হয়তো তারা না বুঝে মিসগাইডেড হচ্ছে। গত ২ জানুয়ারি প্রশাসনিক ভবনে তালা দিয়ে যে ন্যাক্কারজনক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা যেকোনো মূল্যে তা বাতিল চাই। কর্মকর্তাকর্মচারীরা যে প্রতিষ্ঠানে চাকরি করে সে প্রতিষ্ঠানে তার ছেলেমেয়েদের একটা হক আছে। যেখানে সারা বাংলাদেশে পোষ্য কোটা বহাল আছে। সেখানে শুধু আমরা কেন বঞ্চিত হবো।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা বাতিল করে। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি এবং গত সোমবার এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img