spot_img

গবিতে সমাবর্তন : প্রতিক্ষার প্রহর ফুরালো তবে?

এসম্পর্কিত আরো পড়ুন

গবি প্রতিনিধি: সুদীর্ঘ ১০ বছর পর চতুর্থ সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে গণ বিশ্ববিদ্যালয় (গবি)। সর্বশেষ ২০১৪ সালে তৃতীয় সমাবর্তনের পর মাঝখানে পেরিয়ে গেছে ১০ বছর। তবে এর মধ্যে শেষ হতে যাচ্ছে, সমাবর্তনের অপেক্ষায় থাকা কয়েক হাজার গ্র্যাজুয়েটদের অপেক্ষার প্রহর।

জানা যায়, প্রতিষ্ঠার ২৬ বছর পেরুলেও মাত্র  ৩টি সমাবর্তন অনুষ্ঠান হয়েছে গবিতে। গেলো বছর ধরেই বিভিন্ন সময়ে সমাবর্তনে তারিখ নিয়ে তোড়জোড় করলেও নিবন্ধনের মেয়াদ বাড়ানো ব্যতিত কিছুই দৃশ্যমান হয়নি। তবে এ বছরের ফেব্রুয়ারীর শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য চতুর্থ সমাবর্তন আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং সমাবর্তনের বক্তা হিসেবে থাকবেন অধ্যাপক ড. বিজন কুমার শীল।

- বিজ্ঞাপন -

এ সমাবর্তনে ২০১৪ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত স্নাতক/স্নাতকোত্তর, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত পেশাগত এমবিবিএস এবং ২০১৭ সালের আগষ্ট থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত পেশাগত বিডিএস ডিগ্রিধারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও ২০২৪ সালের জানুয়ারি সেশনের পর যে শিক্ষার্থীরা স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে, তাদের নামও নতুন তালিকায় যুক্ত করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘ফেব্রুয়ারির শেষ সপ্তাহের মধ্যে আমরা সমাবর্তন করতে যাচ্ছি। সেই লক্ষ্যে আমরা মাননীয় সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বরাবর চিঠি পাঠাবো এবং সমাবর্তন বক্তা হিসেবে অধ্যাপক ড. বিজন কুমার শীলকে নির্ধারণ করা হয়েছে। তারিখ নির্ধারণের পরে রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হতে পারে এবং সম্ভব হলে সর্বশেষ যে সেশনের ফলাফল প্রকাশ হয়েছে তাদের যুক্ত করা হবে।’

তবে এখনো পর্যন্ত কতজন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছেন তার নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

প্রসঙ্গত, ২০১১ সালে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। ২০১৩ ও ২০১৪ সালে ২য় এবং ৩য় সমাবর্তনের শেষে ২০২৫ সালে আবারো সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img