spot_img

শাবিপ্রবিতে আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন

এসম্পর্কিত আরো পড়ুন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগ থেকে ছেলেদের ২৪টি ও মেয়েদের ১১টি দল অংশ নিয়েছে।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

- বিজ্ঞাপন -

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন সমাজবিজ্ঞান বিভাগ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসসি) বিভাগ।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর বলেন, আমরা সবাই খেলোয়াড় হিসেবে টিমে এসেছি, খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করব। খেলা টা হবে প্রতিযোগিতামূলক। এবারে প্রতিযোগিতা শুরু থেকে শেষ পর্যন্ত যেন ভাল ভাল রেকর্ড হয়। আমরা কেউ দূষিত সংস্কৃতিকে অর্ন্তভুক্ত করব না। তোমাদের সবার মনোভাব সুন্দর আছে, আর সুন্দর থাকবে। আমরা পরস্পরকে পরস্পরের সহযোগিতার মধ্যে রাখি। তোমরা যারা বিজয়ী হবে বা হবে না, উভয় দলের জন্য শুভ কামনা।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এএকে/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img