spot_img

শাবিতে ছাত্রদল কর্মীর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

এসম্পর্কিত আরো পড়ুন

শাবিপ্রবি প্রতিনিধি: গত ৫ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলে ছাত্রদলকর্মী শেখ ফাকাব্বির সিন কর্তৃক সংঘটিত হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধের মাত্রা নির্ধারণপূর্বক শাস্তির সুপারিশ করতে তদন্ত কমিটি গঠন করেছেন শাবিপ্রবি প্রশাসন।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির।

- বিজ্ঞাপন -

তিনি জানান, গত ৫ জানুয়ারি শাহপরান হলের ৪৩৬ নাম্বার কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতে ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. এছাক মিয়াকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান ও শাহপরাণ হল প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ।

তদন্ত কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অভিযুক্ত শেখ ফাকাব্বির সিন সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সে খুলনায় একটি হত্যা মামলার ২ নাম্বার আসামি বলে জানিয়েছেন তার এলাকার কয়েকজন শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাতে শাবিপ্রবির শাহপরাণ হলের ৪৩৬ নম্বর কক্ষে শিক্ষার্থীদের গলায় চাকু ধরার অভিযোগ উঠে ছাত্রদল কর্মী শেখ ফাকাব্বির সিনের বিরুদ্ধে। অভিযুক্ত ফাকাব্বির বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছাত্রশিবিরকে ফাঁসাতে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলে পদপ্রত্যাশী নেতা নাঈম সরকারের নির্দেশনায় এমন কাজ করে বলে অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

এএকে/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img