জবি প্রতিনিধি: চিকিৎসা সহায়তার অর্থ সংগ্রহের জন্য বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং ডিবেটিং ক্লাব।
ব্লাড ক্যান্সারে (নন-হজ্জকিন লিম্ফোমা) আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী জহির উদ্দিন শাখাওয়াতের চিকিৎসার তহবিল সংগ্রহের জন্য এই আয়োজন করে মার্কেটিং ডিবেটিং ক্লাব।
এমডিসি ওপেন-২০২৪ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় ও আঞ্চলিক ক্লাব থেকে মোট ৪০টি দল অংশগ্রহণ করে। দলের নিবন্ধন ও বিভিন্ন খাত থেকে প্রাপ্ত অর্থ জহিরের পরিবারের নিকট পৌঁছানো হয়।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসাবে ছিলেন, জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (জেএনইউডিএস) সাবেক সভাপতি সবুজ রায়হান।
প্রতিযোগিতায় ওপেন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)। টু্র্নামেন্টের সেরা বিতার্কিক হয় এই দলের রিদওয়ান মহসিন এবং ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন সাব্বির হোসেন। রানার আপ হয় মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড ট্যাকনোলজি ডিবেটিং সোসাইটি (এমআইএসটিডিএস)।
স্কুল/কলেজ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় আইডিয়াল স্কুল এন্ড কলেজ। রানার আপ বিএএফ শাহীন কলেজ। টু্র্নামেন্টের সেরা বিতার্কিক হন যৌথভাবে ইয়াসিন আরাফাত ও সাওম রহমান। ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন বিপ্র পাল।
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিবেটিং ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে এই আয়োজনে থাকা প্রধান বিচারকের সাথে সকল বিতার্কিক ও সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান।
জবির মার্কেটিং ডিবেটিং ক্লাবের মডারেটর ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুল্লাহ্ মাহফুজ বলেন, ওরা নিজেদের জায়গা থেকে দায়িত্ব নিয়ে সিনিয়র ভাইয়ের জন্য যেটা করেছে এটা সত্যিই প্রশংসার দাবি রাখে।
এসআই/
মন্তব্য করুন