মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের বিদায়বেলা এবং আগত নবীন শিক্ষার্থীদের আগমনকে স্মরণীয় করে রাখতে উক্ত বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ পরিচালনায় নবীনবরণ, বিদায় অনুষ্ঠান এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়
বৃহস্পতিবার সকাল ১০টায় তৃতীয় একাডেমিক ভবনের, ৫ম তলায় নিউট্রিশন ক্লাবের কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়, অনুষ্ঠানটিতে খাদ্য ও পুষ্টি সংক্রান্ত সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা, মুক্ত আলোচনা, কৃত্রিমভাবে খাদ্য নকশা তৈরি এবং এ সংক্রান্ত আঁকাআঁকি সহ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় উল্লেখিত বিভাগের সকল শিক্ষার্থীদের উন্মুক্ত অংশগ্রহণের সুযোগ করে দেয়া হয় এবং বিজয়ী নির্ধারণ করা হয়। পরবর্তীতে বিকেল ৪ টায়, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস ভবনে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
সন্ধ্যায় কিছু সাংস্কৃতিক কার্যক্রম উপস্থাপন করেন উক্ত বিভাগের শিক্ষার্থীরা। বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা সূচক ক্রেস্ট প্রদান এবং তাদের উদ্দেশ্যে অভিভাষণ ব্যক্ত করার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সকল কার্যক্রমে ইতি টানা হয়।
উক্ত অনুষ্ঠানে বিভাগটির চেয়ারম্যান ড. আজিজুল হকসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দগণের অংশগ্রহণ উল্লেখযোগ্য।
/ইএইচ