কুবি প্রতিনিধি: থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আয়োজনে নবীন শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ কর্মশালা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক এনএম রবিউল আউয়াল চৌধুরী।
তিনি নবীন শিক্ষার্থীদের থিয়েটারের মৌলিক ধারণা এবং অভিনয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে নির্দেশনা প্রদান করেন।
এই বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক হান্নান রাহিম বলেন, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতি বছরই নতুনদের নিয়ে নাট্য কর্মশালার আয়োজন করে থাকে। এর মাধ্যমে আমাদের উদ্দেশ্য থাকে নতুনদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করা। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে আমাদের এই প্রয়াস চলমান থাকবে।
/ইএইচ