spot_img

বুটেক্স সাহিত্য সংসদের অধীনে লিট ফেস্ট আয়োজিত  

এসম্পর্কিত আরো পড়ুন

বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হলো বুটেক্সের সাহিত্য সংসদের অধীনে ‘বুটেক্স লিট ফেস্ট ২.০’এর  সমাপনী অনুষ্ঠান। বৃহস্পতিবার (৯ জানুয়ারি)  বুটেক্সের কলরব প্রাঙ্গণে রাত ৮টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে সাংস্কৃতিক আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি পারফর্ম করেন অর্ণব ভট্টাচার্য, অপূর্ব ইমরান খান।

- বিজ্ঞাপন -

অনুষ্ঠানে পারসিক সুফি কাব্যে শিয়া মতবাদের প্রভাব: রুমী ও হাফিজ এবং সুফি ঐতিহ্যে রাজনৈতিক পরম্পরা বিষয়ে যথাক্রমে আলোচনা করেন তনয় রহমান এবং পুলিন বকসী। বিখ্যাত গবেষক এবং অনুবাদক জাভেদ হুসেন শোনান মির্জা গালিব ও মীর তকী মীরের গল্প।

নাটক অনাহূত এর মঞ্চায়নের মাধ্যমে গত ৫ জানুয়ারি হতে বুটেক্সে শুরু হয় বুটেক্স লিট ফেস্ট ২.০ এবং বৃহস্পতিবার দুপুরে পপ কুইজ এবং লিটারেচার কুইজ অনুষ্ঠিত হয়। তাতে দুই বিভাগে অংশগ্রহণ করে ঢাকার বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দুপুর থেকেই ক্যাম্পাস সাজানো শুরু হয়। অনুষ্ঠান উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বসানো হয় নাগরদোলা, বেলুন শ্যুট আর মিনি বায়োস্কোপ।

এ বিষয়ে ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সপ্তক বড়ুয়া বলেন এই লিট ফেস্ট হলো সাহিত্য সংসদের ২য় লিট ফেস্ট। ১ম লিট ফেস্ট অনুষ্ঠিত হ‌ওয়ার প্রায় ২ বছরেরও বেশি সময় পর আবার লিট ফেস্ট আয়োজন করেছে সাহিত্য সংসদ। সেই সাথে ৪ দিন আগে অনাহুত নাটকের ৪র্থ মঞ্চায়নও সম্পন্ন হয়। ক্লাবের জেষ্টতম সদস্য ও কনিষ্ঠ সদস্যদের ডেডিকেশনের কারণে সাহিত্য সংসদ লিট ফেস্ট আয়োজন করতে সফল হয়।

সাহিত্য সংসদের সদস্য সাদিকুল ইসলাম সাঈদ জানান মূলত সিনেমা এবং সাহিত্য যারা উপলব্ধি করে তাদের উদ্দেশ্যে এই আয়োজন।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img