spot_img

শাবি শিক্ষক সমিতি নির্বাচন: সদস্য পদে হারলেন ভারপ্রাপ্ত সভাপতি

এসম্পর্কিত আরো পড়ুন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ (আওয়ামী বামপন্থী) প্যানেল কার্যকরী সদস্য পদে হারলেন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. চন্দ্রানী নাগ। এতে ছয়টি সদস্য পদে একটিতেও জায়গা পাননি তিনি।

বুধবার (৬ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল।

- বিজ্ঞাপন -

এর আগে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সদস্যপদে স্থান করে নিতে না পারার কারণ হিসেবে অধ্যাপক ড. চন্দ্রানী নাগ বলেন, ‘আমি আমার সময়ে নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করেছি। শিক্ষকদের কাছে আমার কোনো প্রত্যাশা ছিল না। আমি শুধু শিক্ষকদের কাছে দোয়া চেয়েছি এবং বলেছি যে কাজগুলো বাকি ছিল সেগুলো করার আমার ইচ্ছা আছে। তারা হয়তো আমাকে ওই জায়গায় দেখতে চায়নি। তাই পাস করতে পারিনি।’

তবে একই নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ প্যানেলে থেকে সর্বোচ্চ ভোট পেয়ে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।

নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ (আওয়ামীপন্থী) প্যানেল থেকে নতুন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির।

নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ প্যানেলে থেকে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কম্পিউটার এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. রাজিয়া সুলতানা চৌধুরী, যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান।

অন্যদিকে ছয়টি কার্যকরী সদস্য পদে আওয়ামীপন্থী প্যানেল থেকে ৫টি এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ (আওয়ামী বাম) প্যানেল থেকে ১টি পদে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

এতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ প্যানেলে থেকে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফুল এলাহী কাওছার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো.হযরত আলী, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক এ এস এম সায়েম, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনি পাল।

এছাড়া মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ (আওয়ামী বামপন্থী) প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল হক।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম প্যানেল থেকে ১১ পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img