spot_img

শাবির ‘রোবোসাস্টের’ অরিয়েন্টেশন সম্পন্ন 

এসম্পর্কিত আরো পড়ুন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র রোবোটিকস গবেষণাধর্মী ক্লাব ‘রোবোসাস্ট’ এর অরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার মাসব্যাপী প্রধান ইভেন্ট ‘দ্য মিথিক্যাল রোবোসাস্ট মান্থ’ এর সূচনায় অরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে বলে শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

- বিজ্ঞাপন -

অরিয়েন্টেশন প্রোগ্রামে শাবিপ্রবির নবীন শিক্ষার্থীদেরকে রোবোটিকসের মৌলিক ধারণা প্রদান, প্রকল্প প্রদর্শনী, আইডিয়া প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। তাদেরকে আগামী দিনের ওয়ার্কশপ সম্পর্কে অবগত ও রোবোটিকসে নিজেদের প্রতিভা কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় উৎসাহ ও দৃঢ় সংকল্প জাগানো হয়।

প্রোগ্রামে প্রায় শতাধিক শিক্ষার্থী রোবোটিকস সম্পর্কে জানতে অংশ নেন। এছাড়াও রোবোসাস্টের ৮ম কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ৭ম কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মোয়াজ বিন আব্দুল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইডিয়া প্রতিযোগিতায় নতুন শিক্ষার্থীরা তাদের ৫টি সৃজনশীল আইডিয়া উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের প্রতিটি সেগমেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে নতুন আগ্রহ এবং উদ্যম সঞ্চারিত হয়।

প্রকল্প প্রদর্শনী সেগমেন্টে রোবোসাস্টের ছয়জন কার্যনির্বাহী সদস্য তাদের কিছু উল্লেখযোগ্য প্রকল্প প্রদর্শন করেন, যেমন অটোমামা, অর্কা, কেম-ই-কার, সিএনসি লেজার ইনগ্রেভার, মিনি ড্রোন ও সাস্টস্যাট।

প্রতিযোগিতার বিজয়ীরা আকর্ষণীয় পুরস্কার লাভ করেন, যার মধ্যে রয়েছে রোবোসাস্ট টি-শার্ট, চাবির রিং ও অন্যান্য উপহার।

এছাড়াও, নতুনদের জন্য ৮ দিনের একটি কর্মশালা ‘ইন্ট্রোডাকশন টু রোবোটিকস- ফেজ ১ (সেন্সর ও সার্কিট)’ ও ‘ইন্ট্রোডাকশন টু রোবোটিকস- ফেজ ২ (লাইন ফলোয়ার রোবট)’ শীর্ষক দুটি পর্যায়ে পরিচালিত হবে, যা আজ থেকে শুরু হবে। এই কর্মশালায় নতুন শিক্ষার্থীরা হাতে-কলমে শেখার সুযোগ পাবে।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img