জবি প্রতিনিধি:
বাংলাদেশ টেলিভিশন আয়োজিত ২৫তম ‘জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা-২০২৪’ এর প্রথম পর্বে সরকারি বাংলা কলেজকে হারিয়ে জয় লাভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের বিতার্কিক দল।
গত ১৯ এপ্রিল শুক্রবার বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রে আয়োজিত প্রথম রাউন্ডে সরকারি বাংলা কলেজের বিতার্কিক দলকে ৩-০ ব্যালটে হারায় জবির বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ‘বঙ্গমাতা তার্কিক পরিষদ’ দলটি।
এ উপলক্ষে রোববার জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সাথে শুভেচ্ছা বিনিময় করেন দলের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার ও হলের ডিবেটিং ক্লাবের মডারেটর ড. বুশরা জামান।
জানা যায়, ‘সাংস্কৃতিক সংকটই নারী নির্যাতনের প্রধান কারণ’ বিষয়ের উপর বিতর্ক অনুষ্ঠিত হয়। বিষয়টির পক্ষে অবস্থান নেয় জবির ‘বঙ্গমাতা তার্কিক পরিষদ’ দলের বিতার্কিকরা।
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং প্রতিযোগিতার দলনেতা শারমিন সুলতানা নিশি। মূল বিতার্কিক হিসেবে জয়ী দলের পক্ষে অংশ নেওয়া অপর দুইজন হলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিয়া আক্তার যূথী এবং নাঈমা আক্তার রিতা।
পাশাপাশি সহযোগী বিতার্কিক হিসেবে ছিলেন শিউলি আক্তার,নাদিয়া ফারহানা তিতলি,রিপা বানু ও আফিয়া আক্তার।বিতার্কিকদের সঙ্গে উপস্থিত ছিলেন জবির বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ডিবেটিং ক্লাবের মডারেটর ড. বুশরা জামান।
প্রথম রাউন্ডে জয়ী হবার অনুভূতি জানিয়ে ‘বঙ্গমাতা তার্কিক পরিষদ’ দলের বিতার্কিক নাঈমা আক্তার রিতা বলেন, হলটি প্রতিষ্ঠার পর এবারই প্রথমবারের মতো হলের হয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছি এবং বিজয় নিয়ে ফিরেছি। এই অর্জন আমাদের জন্য আনন্দের। হলের ডিবেটিং ক্লাব আরও অনেক দূর এগিয়ে যাবে অবশ্যই। পাশাপাশি সামনের দিনগুলোতে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ের ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা করছি।
জবির বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, ছাত্রীদের এমন জয়ে আমি খুশি,তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবে ‘বঙ্গমাতা তার্কিক পরিষদ’ দলটি এবং ভবিষ্যতেও হলের ডিবেটিং ক্লাবের অর্জনের ঝুলি সমৃদ্ধ হবে।
এএআর/
মন্তব্য করুন