spot_img

ইবির প্রাক্তন শিক্ষার্থীদের ২৫তম পুনর্মিলনী ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ২৫তম পুনর্মিলনী ফ্যামিলি ডে-২০২৫ শুক্রবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে গাজীপুরের মেঘবাড়ী রিসোর্টে (পূর্বাচল) অনুষ্ঠিত হয়েছে।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী।

- বিজ্ঞাপন -

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে। উদ্বোধনী কার্যক্রমে অংশ নেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী।

দিনব্যাপী এই আয়োজন প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের মিলনমেলায় পরিণত হয়। খেলাধুলা, পিঠা উৎসব, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র সহ নানা কার্যক্রমে মুখরিত ছিল পুরো দিনটি।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান পুনর্মিলনীতে উপস্থিত সকল প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img