spot_img

তরুণ শিক্ষার্থীদের নিয়ে রাবিতে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ লিডারশিপ সামিট-২০২৫’

এসম্পর্কিত আরো পড়ুন

রাবি প্রতিনিধি: জাতিসংঘ যুব ও ছাত্র সংগঠন বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় দুই শতাধিক তরুণ শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল ইউুথ লিডারশিপ সামিট-২০২৫’। ইভেন্টটির এ বছরের থিম ছিল ‘Leadership in the Face of Global Challenges: Sustainability and Innovation’.

শনিবার (১১ জানুয়ারি) বিকাল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সমাপনী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

- বিজ্ঞাপন -

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, ছাত্র উপদেষ্টা আমীরুল ইসলাম কনক, রাবির অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অধ্যাপক ড. সাজ্জাদুর রহিম ও বাংলাদেশের কর্পোরেট প্রতিষ্ঠানের প্রায় ১৫জন সদস্য।

এর আগে গতকাল (শুক্রবার) প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

দুই দিনব্যাপী এ প্রোগ্রামে দুইটি ওয়ার্কশপ, দুইটি প্যানেল ডিসকাশন, একটি প্রবলেম সলভিং সেশন ও একটি প্রেজেন্টশন অনুষ্ঠিত হয়। প্রতিটি প্যানেল থেকে একজন ইমার্জিন লিডার নির্বাচন করে তাদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও সকল অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হয়।

তরুণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে রাবির উপ-উপাচার্য মাঈন উদ্দিন খান বলেন, ‘সংগঠনটি তরুণ শিক্ষার্থীদেরকে বর্তমান চাকরি বাজারের চাহিদা অনুযায়ী যোগ্য হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন শিক্ষামূলক ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের পারদর্শী হিসেবে গড়ে তোলার পাশাপাশি একজন দক্ষ সংগঠক হিসেবে গড়ে তুলতে কাজ করছে ইউনিসেফ। দুই দিনব্যাপী ওয়ার্কশপে যারা অংশগ্রহণ করেছেন তারা অন্যদের থেকে একধাপ এগিয়ে আছেন’।

উল্লেখ্য, রাজশাহী বিভাগে জাতিসংঘ যুব ও ছাত্র সংগঠন বাংলাদেশ (ইউনিস্যাব) এর সিগনেচার ইভেন্ট হচ্ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের জন্য নেতৃত্বদানের দক্ষতা বিকাশ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করার এক অনন্য সুযোগ তৈরি করা।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img