spot_img

কুবিস্থ কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফ-সোনিয়া

এসম্পর্কিত আরো পড়ুন

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থী শরীফ মিয়া এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোনিয়া সুলতানা।

শনিবার (১১ জানুয়ারি) সহ-সভাপতি-১ আবু সালেক এবং যুগ্ম সাধারণ সম্পাদক-১ সোনিয়া সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

- বিজ্ঞাপন -

নব্য সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানা বলেন, ‘আমি আমার দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করবো এবং সবাইকে সাথে নিয়ে সংগঠনের স্বার্থে কাজ করার চেষ্টা করবো।’

সভাপতি শরীফ মিয়া বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ যে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহণের সুযোগ পেয়েছি। এই সংগঠনটি আমাদের জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার। পাশাপাশি, তাদের ব্যক্তিগত ও একাডেমিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’

তিনি আরও বলেন, ‘সভাপতি হিসেবে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, সংগঠনের সকল সদস্যদের সঙ্গে নিয়ে একত্রে কাজ করব এবং আমাদের জেলার শিক্ষার্থীদের যে-কোনো প্রয়োজন এগিয়ে আসব। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিচিতি সবার মাঝে তুলে ধরতে আমরা আরও উদ্যমী হব।’

উল্লেখ্য, আগামী ১৫ দিনের মধ্যে উক্ত কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img