রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় ক্যাম্পাসে চলাচলের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে প্রশাসন। নির্দেশনা অনুযায়ী ক্যাম্পাসে চলাচলের ক্ষেত্রে সকলকে নিজের পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অদিপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫টি আবাসিক হলে পবিত্র কোরআন পড়ানোর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো সময় পরিচয়পত্র দেখতে চাইতে পারে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আইন-শৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে রাবি ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করে দেওয়া পূর্বের নিষেধাজ্ঞা যথারীতি বহাল আছে।
এসআই/