spot_img

‘গভীর চক্রান্ত চলছে, বিশ্ববিদ্যালয় নিয়ে কাউকে খেলতে দিব না’; কুরআন পোড়ানোর ঘটনায় রাবি উপাচার্য

এসম্পর্কিত আরো পড়ুন

ডেস্ক নিউজ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন হলে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় গভীর এক চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে দুর্বৃত্তদের পবিত্র কোরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে রবিবার (১২ জানুয়ারি) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব লেখেন, ‘আমাদের প্রিয় এই বিশ্ববিদ্যালয় নিয়ে গভীর এক চক্রান্ত চলছে। যেকোনো উপায়ে এটা অস্থিতিশীল করার জন্য কিছু পক্ষ উঠেপড়ে লেগেছে। অন্তত চারটি হলে পবিত্র কোরআন শরিফ পুড়িয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য পরিষ্কার, মুসলিমদের অত্যন্ত প্রিয় একটি জায়গায় আঘাত করা।’

- বিজ্ঞাপন -

তিনি লেখেন, ‘এটা সুস্পষ্ট উসকানি। একদল অত্যন্ত নীচ মানুষ নামের কলঙ্ক এ ঘটনা ঘটিয়েছে।’

দুর্বৃত্তদের জিততে দেবেন না উল্লেখ করে উপাচার্য বলেন, ‘আমি আমার ছাত্রছাত্রীদের ধন্যবাদ দিতে চাই, তারা এই উসকানিমূলক কর্মকাণ্ডের ফাঁদে পা দেয়নি। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে। এটা আমরা যেকোনো মূল্যে ধরে রাখব ইনশাআল্লাহ। আমরা দুষ্কর্মকারীদের জিততে দেব না। তারা চায় আমাদের ভেতর সম্প্রীতি নষ্ট করতে, এটা আমরা হতে দিতে পারি না।’

তদন্ত নিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো পুরোদমে কাজ করছে। আমরা খুব শিগগিরই জানতে পারব কারা এই ন্যক্কারজনক কাজগুলো করেছে।’

হুঁশিয়ার করে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় ধর্ম, বর্ণ, আঞ্চলিকতার ঊর্ধ্বে সবার। সব ছাত্রছাত্রীর এই বিশ্ববিদ্যালয়ের ওপর সমান অধিকার। আমাদের এই প্রিয় বিশ্ববিদ্যালয় নিয়ে কাউকে আমরা খেলতে দেব না।’

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img