spot_img

বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালিত

এসম্পর্কিত আরো পড়ুন

জাবি প্রতিনিধি: দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ পালিত হয়েছে এবং ৫৫তম বছরে পদার্পণ করেছে। রবিবার (১২ই জানুয়ারি) সকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বিজনেস স্টাডিজ অনুষদের সামনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বয়স আমাদের দেশের বয়সের ‘সমান’। দেশের প্রতি আবেগ বিশ্ববিদ্যালয়ের প্রতি আবেগ দুটি মিলে একাকার হয়ে যায়। গত ৫৪ বছরে যারা বিশ্ববিদ্যালয়কে এতদূর এগিয়ে এনেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সকলের সহযোগিতায় আগামীতে আমাদের সাধ্যানুযায়ী একাডেমিক উন্নয়ন ও প্রাণ-প্রকৃতি রক্ষা করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করার অঙ্গীকার ব্যক্ত করছি।’

- বিজ্ঞাপন -

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. মাহফুজুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবদুর রব, রেজিস্ট্রার ড. এ.বি.এম. আজিজুর রহমান, প্রক্টর প্রফেসর ড. রাশিদুল আলম, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ, হল ও অন্যান্য অফিস স্বতন্ত্র ব্যানারে আনন্দ মিছিল নিয়ে উপস্থিত হয়। পরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ব্যবসায় অনুষদের সামনে থেকে শুরু হয়ে চৌরঙ্গী ঘুরে শহিদ মিনার দিয়ে মুক্তমঞ্চে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এছাড়াও দিনভর রক্তের গ্রুপ নির্ণয়, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণ, প্রীতি ফুটবল ও হ্যান্ডবল ম্যাচ আয়োজন, পুতুল নাচ ও রাগিনী সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারকে সম্মাননা স্মারক প্রদান, আল্পনা ও গ্রাফিত্তি অঙ্কন, পিঠা মেলা ও কনসার্টের আয়োজন করা হয়েছে।

১৯৭১ সালের ১২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান এই চারটি বিভাগসহ ২৩ জন শিক্ষকের তত্ত্বাবধানে ১৫০ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীনে ৩৪ বিভাগ ও ৪টি ইন্সটিটিউটে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img