জাককানইবি প্রতিনিধি: ঢাকা রুটে পরিবহন সুবিধা বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ ১২ই জানুয়ারি রবিবার বিকেল ৩ টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীদের দাবি ঢাকা-ময়মসিংহ রুটে পরিবহন মালিকদের সিন্ডিকেটের কারণে অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি হেল্পার এবং কন্ট্রাক্টরদের কাছে প্রায় সময়েই আমাদের হেনস্তার শিকার হতে হয়।
এছাড়াও এই রুটে কোন ভালো পরিবহন সুবিধা না থাকার ফলে অনেক সময় গাদাগাদি করে অতিরিক্ত যাত্রী উঠানো হয় এতে ভোগান্তিতে পড়তে হয় নারী শিক্ষার্থীদের।
তাই অবিলম্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস টু ঢাকা পরিবহন সুবিধার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ইলিয়াস হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, মূলত বাংলাদেশের অধিকাংশ ঢাকায় হওয়ার কারনে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি শুক্রবার ঢাকায় পরিক্ষা দিতে যেতে হয়। এই রুটে ভাড়া বেশি হওয়ায় আমাদের মতো বেকার শিক্ষার্থীদের জন্য খুবই কষ্টকর। এছাড়াও ত্রিশাল একটি গ্রামাঞ্চল হওয়ার ফলে এখানে চাকরি প্রস্তুতির জন্য ভালো ধরনের কোন কোচিং সেন্টার নেই। তাই যদি আমরা ঢাকা মুখী পরিবহ সুবিধা পাই তাহলে আমরা অনেকটা এগিয়ে যাবো।
নারী শিক্ষার্থীদের সাথে হেল্পার এবং কন্ট্রাক্টরদের অশোভন আচরণের অভিযোগ তুলে এক নারী শিক্ষার্থী বলেন, আমরা নারী শিক্ষার্থীরা অনেক সময় একা যাতায়াত করে থাকি। এসময়ে গাড়ির স্ট্যাফরা অনেক খারাপ ব্যবহার করে থাকে। তাদের সাথে পেরে না উঠার কারণে অনেক সময় এসব আচরণ আমাদের নীরবে সহ্য করতে হয়।
এসব দাবির সাথে একমত পোষণ করে বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শাকিল হাসমী বলেন , শিক্ষার্থীরা যে দাবি নিয়ে এসেছে সে দাবি সম্পর্কে আমি অবগত আছি এবং সেটা আমার নিজেরও দাবি। আমাদের সক্ষমতা অনুযায়ী উপাচার্য এবং ট্রেজারার স্যারের সাথে কথা বলে আমরা একটা সিদ্ধান্তে উপনিত হবো। যদি সক্ষমতা থাকে আমাদের আমরা চেষ্টা করবো প্রতিদিনই গাড়ি দিতে, না পারলে অন্তত একদিন দেয়ার চেষ্টা করবো। আমাদের আন্তরিকতার ঘাটতি নেই, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
এএকে/