খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত শর্তানুযায়ী, ২০২১ বা ২০২২ সালের এসএসসি এবং ২০২৩ বা ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছরও ভর্তি প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা সন্তান, উপজাতি ও বিকেএসপি কোটার সুবিধা থাকবে। কোটাধারী শিক্ষার্থীদের সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হতে হবে।
প্রতিটি ডিসিপ্লিনে মুক্তিযোদ্ধা সন্তান ও উপজাতি কোটায় একজন করে ভর্তি হতে পারবেন। বিকেএসপি কোটার আওতায় প্রতিটি স্কুল থেকে একজন প্রার্থী নির্বাচিত হবেন। কোটাধারী আবেদনকারীদের ফরম পূরণের সময় নির্দিষ্ট কোটা উল্লেখ করতে হবে। যদি কোনো সংরক্ষিত আসন ফাঁকা থাকে, তবে তা মেধার ভিত্তিতে সাধারণ কোটায় পূরণ করা হবে।
ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ এবং বি ইউনিটের পরীক্ষায় অংশ নিতে পারবেন। সি এবং ডি ইউনিটে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা উন্মুক্ত থাকবে।
ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এ, বি এবং সি ইউনিটের জন্য এক হাজার টাকা এবং ডি ইউনিটের জন্য ৭০০ টাকা। স্থাপত্য ও চারুকলা বিষয়ে আবেদনকারীদের জন্য সংশ্লিষ্ট ইউনিটের ফি ছাড়াও অতিরিক্ত ২০০ টাকা জমা দিতে হবে।
এএকে/