চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাহ আমানত হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ গোলাম কিবরিয়াকে শাহ আমানত হলের প্রভোস্ট এর পদ হতে ১২ ফেব্রুয়ারি (অপরাহ্ন) থেকে অব্যাহতি প্রদানপূর্বক প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসানকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ যোগদানের তারিখ হতে ০১ (এক) বছরের জন্য শাহ আমানত হলের প্রভোস্ট নিয়োগ করা হলো।
/ইএইচ